Wellcome to National Portal
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি'র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪

টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি)

টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি)

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড

প্রধান কার্যালয়, ঢাকা

 

দেশের দ্রুত শিল্পায়ন ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবি’র অন্যতম সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ (আইসিএমএল) দেশের সাধারণ জনগণকে অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্তর্ভুক্তকরণ এবং মার্চেন্ট ব্যাংকিং সেবাকে গণমূখী করার পরিকল্পনার অংশ হিসেবে ডিসক্রিশনারি বিনিয়োগ হিসাবের আওতায় প্রদান করছে নিরাপদ বিনিয়োগ সেবা টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি)।

 

টিআইপি সেবার বৈশিষ্ট্যসমূহঃ

  • ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় এই সেবা গ্রহণ করতে পারবে;
  • হিসাবের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর যা ৫, ৭, ১০ বা তদুর্ধ্ব মেয়াদি। মেয়াদ পূর্তিতে বিনিয়োগকারী মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবে;
  • কিস্তির মেয়াদ মাসিক/ত্রৈমাসিক/ষান্মাষিক/বাৎসরিক। কিস্তির পরিমাণ হবে ১০০০.০০ টাকার যে কোন গুণীতক তবে ন্যূনতম ৩,০০০.০০ টাকা;
  • বিনিয়োগকারীগণের নির্ধারিত কিস্তি তাঁদের ব্যাংক হিসাব হতে প্রতি মাসের ১০ তারিখ/পরবর্তী কার্যদিবসের মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে;
  • মেয়াদ পূর্তিতে বিনিয়োগকারী তার হিসাবে স্থিত সিকিউরিটিজসমূহের বাজার দরে বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্য হবে।

 

টিআইপিতে কেন বিনিয়োগ করবেন?

  • রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি হিসেবে টিআইপি-তে আপনার বিনিয়োগ নিরাপদ;
  • সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ অনুযায়ী পরিচালিত;
  • বিনিয়োগের বিষয়ে সিকিউরিটিজ পোর্টফোলিও ব্যবস্থাপনায় গঠিত বিশেষায়িত কমিটি কর্তৃক পরিচালিত;
  • বিনিয়োগকারী বিধি মোতাবেক কর অব্যাহতির সুবিধা প্রাপ্য হবেন এবং অর্থবছর শেষে অনলাইনে ট্যাক্স সার্টিফিকেট প্রদান করা হবে;
  • টিআইপি বিনিয়োগ হিসাবের মেয়াদপূর্তিতে সমুদয় পাওনা বিনিয়োগকারীর ব্যাংক হিসেবে সরাসরি ট্রান্সফার/স্হানান্তর করা হবে;
  • সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে বিনিয়োগকারীকে সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান;
  • এসএমএস এলার্ট সার্ভিস, ই-মেইল সার্ভিসসহ অন্যান্য অনলাইনভিত্তিক সেবার মাধ্যমে গ্রাহক সেবা প্রদান; এবং
  • বিনিয়োগকারীর প্রয়োজনে আবেদনের প্রেক্ষিতে প্রতি বছর ৩০ জুন এর স্থিতির উপর ভিত্তি করে পোর্টফোলিওতে স্থিত মুনাফার সর্বোচ্চ ৭০% বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
  • মেয়াদপুর্তিতে সম্পূর্ণ মুনাফা বিনিয়োগকারী প্রাপ্য হবেন। এছাড়া, টিআইপি-তে বিনিয়োগের ক্ষেত্রে কোনো উর্ধ্বসীমা নেই।

 

টিআইপি-তে কারা বিনিয়োগ করতে পারবে?

 ১. দেশে বসবাসরত যে কোন প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক/প্রতিষ্ঠান; এবং

 ২. বাংলাদেশের বাইরে বসবাসরত প্রাপ্ত বয়স্ক যে কোন বৈধ অনিবাসী বাংলাদেশী।

 

টিআইপি বিনিয়োগ হিসাব খুলতে কি কি লাগবে?

 

সাধারণ বিনিয়োগকারীঃ

  • আবেদনকারী ও নমিনীর এনআইডি/পাসপোর্ট/জন্ম নিবন্ধন/ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ছায়ালিপি;
  • আবেদনকারীর সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং আবেদনকারী কর্তৃক সত্যায়িত নমিনী/নমিনীগণের (০১ কপি) রঙিন পাসপোর্ট সাইজের ছবি;
  • আবেদনকারীর E-TIN/TIN Certificate এর ছায়ালিপি (যদি থাকে);
  • ব্যাংক হিসাবের চেকের পাতার সত্যায়িত ছায়ালিপি; এবং
  • বিনিয়োগকারীর টেলিফোন/বিদ্যুৎ/সিটি কর্পোরেশন/ইউনিয়ন পরিষদের বিল পরিশোধের রশিদের ছায়ালিপি (প্রজোয্য ক্ষেত্রে);

 

প্রতিষ্ঠানঃ

  • প্রাতিষ্ঠানিক আবেদনকারীর ক্ষেত্রে কোম্পানীর আরজেএসসি সনদ, মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস অব এ্যাসোসিয়েশন, পরিচালকগণের তালিকা, Schedule-X পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত এবং পাওয়ার অব অ্যাটর্নী; এবং
  • প্রাতিষ্ঠানিক আবেদনকারীর ক্ষেত্রে, কোম্পানির পক্ষে মনোনীত ব্যক্তির (Authorized Person) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ছায়ালিপি এবং ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

এনআরবিঃ

  • পাসপোর্ট এর সত্যায়িত ছায়ালিপি;
  • ব্যাংকের FC হিসাব বিবরণী/সনদ;
  • জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি;
  • পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ কপি রঙিন ছবি;
  • অন্যান্য দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)।

 

টিআইপি বিনিয়োগ হিসাব খোলার জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
 

যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে………….

কার্যালয়/শাখাসমূহের নাম

ঠিকানা

প্রধান কার্যালয়

গ্রীণ সিটি এজ (6ষ্ঠ ও 7ম তলা), 89, কাকরাইল, ঢাকা-1000।

ই-মেইলঃ ho_investors@icml.com.bd, ho_investors@icml.com.bd, icmlbd@gmail.com, মোবাইলঃ ০১৮৪১৫৪৫৭৭৮

চট্টগ্রাম শাখা

আইয়ুব ট্রেড সেন্টার (লেভেল-১০), ১২৬৯/বি, শেখ মুজিব রোড, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম।

ই-মেইলঃ manager_ctg@icml.com.bd, টেলিফোনঃ ০২-৩৩৩৩৩০৯৯৭, মোবাইলঃ ০১৯৭৯-৪৫২১৩৭

রাজশাহী শাখা

আশীর্বাদ টাওয়ার (৪ তলা), ৩২, গনক পাড়া, বোয়ালিয়া, রাজশাহী।

ই-মেইলঃ manager_raj@icml.com.bd, টেলিফোনঃ ০২৫৮৮৮৬০০৪, মোবাইলঃ ০১৭৭৯২১৭৯৫৯

বরিশাল শাখা

বরিশাল প্লাজা (২য় তলা), ৮৭-৮৮, হেমায়েত উদ্দিন রোড, বরিশাল।

ই-মেইলঃ manager_barisal@icml.com.bd, টেলিফোনঃ ০২-৪৭৮৮৬৫৯৩৭, মোবাইলঃ ০১৮২৩-৬১২৬৫১

খুলনা শাখা

বিডিবিএল ভবন (২য় তলা), ২৫-২৬, কেডিএ সি/এ, আপার যশোর রোড, খুলনা।|

ই-মেইলঃ manager_khulna@icml.com.bd, টেলিফোনঃ ০২-৪৭৭৭২৮০৩৪ , মোবাইলঃ ০১৭১১-২০৭৩৪৩

বগুড়া শাখা

আফসার আলী কমপ্লেক্স (৩য় তলা), বড়গোলা, রাজা বাজার রোড, বগুড়া।

ই-মেইলঃ manager_bogra@icml.com.bd, টেলিফোনঃ ০২-৫৮৯৯০৫৫০১, মোবাইলঃ ০১৬৭৩-২৭৭৮১৯

সিলেট শাখা

আনন্দ টাওয়ার (২য় তলা), ধোপা দিঘীর উত্তর পাড়, জেল রোড, সিলেট।

ই-মেইলঃ manager_sylhet@icml.com.bd, টেলিফোনঃ ০২-৯৯৬৬৩৫৪৩২, মোবাইলঃ ০১১৭১২-৬০৫২১৮

উত্তরা শাখা

প্লট# ১৩ (২য় তলা), রোড# ১৪/এ, সেক্টর# ৪, উত্তরা, ঢাকা- ১২৩০।

ই-মেইলঃ manager_uttara@icml.com.bd, টেলিফোনঃ ০২-৫৮৯৫৫৬৭৯, মোবাইলঃ ০১৭১১-৪৪৭৯২১

গাজীপুর শাখা

রহমত টাওয়ার (৩য় তলা), চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর-১৭০২।

ই-মেইলঃ manager_gazipur@icml.com.bd, টেলিফোনঃ ০২-৪৯২৬৩৭৩২, মোবাইলঃ ০১৯৫৩-৫৭১৭০৪

ফরিদপুর শাখা

ড্রিম শপিং কমপ্লেক্স (৩য় তলা), গোলপুকুর, আলীপুর, ফরিদপুর।

ই-মেইলঃ manager_faridpur@icml.com.bd, মোবাইলঃ ০১৭১১-০১০২০২, ০১৩৩১-৪৪১৩৯৭

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon