Wellcome to National Portal
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি'র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুন ২০২৩

বিনিয়োগকারীদের হিসাব পরিচালনা (ইনভেস্টরস্‌ স্কিম)

ডিসক্রিশনারি অ্যাকাউন্ট

আইসিএমএল নিজস্ব বিবেচনার ভিত্তিতে অ্যাকাউন্ট পরিচালনা করে। আইসিএমএলের একটি পেশাদার দল ঝুঁকি হ্রাসের মাধ্যমে সতর্কতার সাথে আপনার পোর্টফোলিও তৈরি করবে।

সেবাসমুহঃ

  • আইসিএমএলের অভিজ্ঞ ও পেশাদার দল বিনিয়োগের সমস্ত সিদ্ধান্ত নেবে
  • পেশাদারিত্বের সাথে ঝুঁকি হ্রাস
  • মার্জিন অ্যাকাউন্টের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা প্রদান
  • লভ্যাংশ এবং বোনাস শেয়ার সংগ্রহ
  • আইপিও / রাইট / আরপিওর জন্য আবেদন
  • ওয়েবসাইট লগইনের মাধ্যমে পোর্টফোলিও বিবরণী, আর্থিক বিবরণী ইত্যাদি প্রদান
  • বিইএফটিএন এর মাধ্যমে তহবিল উত্তোলন

বৈশিষ্ট্যঃ

  • ব্যক্তি এবং কর্পোরেশন যারা পোর্টফোলিও ম্যানেজার থেকে পেশাদার পরিষেবা চান
  • ব্যক্তি এবং কর্পোরেশন যাদের পুঁজিবাজারে কোন পূর্ব অভিজ্ঞতা নেই
  • আইসিএমএল অ্যাকাউন্টটি পরিচালনা করবে
  • সাবধানতার সাথে নির্বাচিত মৌলিক ভিত্তিসম্পন্ন সিকিউরিটিজের মাধ্যমে ঝুঁকি হ্রাস
  • বিনিয়োগের শৃঙ্খলাবদ্ধ ও নিয়মতান্ত্রিক পদ্ধতি
  • অধিক লাভের সুযোগ
  • লাভের নিশ্চয়তা প্রদান করা হয় না
  • পোর্টফোলিও পরিচালনার সমস্ত লাভ বা ক্ষতি বিনিয়োগকারীর
  • আয়কর রেয়াতের জন্য অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হবে। এছাড়া, বিনিয়োগ থেকে মূলধন লাভ ব্যক্তিদের জন্য সম্পূর্ণ কর অব্বাহতি পাবে (এনবিআরের অনুরূপ সুবিধার ধারাবাহিকতা সাপেক্ষে)

জরুরী তথ্যঃ

  • সর্বনিম্ন প্রাথমিক আমানত: ব্যক্তি ৫ লক্ষ টাকা

                                 প্রতিষ্ঠান ১০ লক্ষ টাকা

  • মার্জিন ঋণ অনুপাত ১: ০.৫০ (মার্জিন অ্যাকাউন্টের ক্ষেত্রে)
  • সর্বাধিক ঋণ সীমা: ৩৫ লক্ষ টাকা (মার্জিন অ্যাকাউন্টের ক্ষেত্রে)
  • সর্বনিম্ন সংরক্ষণের পরিমাণ: ৫০,০০০ টাকা (তহবিল উত্তোলনের ক্ষেত্রে হিসাব বন্ধ না করে)
  • সময়কাল: সর্বনিম্ন ১ বছর (প্রতি বছর শেষ হওয়ার পরে ১ বছর করে বাড়ানো)

ফি ঃ

  • অ্যাকাউন্ট খোলার ফি: ৮০০ টাকা
  • পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি: সিকিউরিটিজের বাজার মূল্যে বার্ষিক ২%
  • সেটেলমেন্ট ফি: লেনদেনের পরিমাণের উপর ০.৩৫%
  • সিডিবিএল চার্জ: ৪৫০ টাকা বার্ষিক
  • হিসাব বন্ধকরণ চার্জ: ৫০০ টাকা

(সমস্ত ফি পরিবর্তনযোগ্য)

প্রয়োজনীয় কাগজপত্রঃ

ব্যক্তিঃ

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি (প্রবর্তক দ্বারা সত্যায়িত)
  • মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (আবেদনকারীর দ্বারা সত্যায়িত)
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (আবেদনকারী এবং মনোনীত ব্যক্তি উভয়ের)। মনোনীত ব্যক্তি যদি নাবালক হয় তবে অভিভাবকের এনআইডি ও অন্যান্য কাগজপত্র অবশ্যই আবেদনকারীকে দিতে হবে
  • জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি
  • এমআইসিআর চেকের পাতার / ব্যাংক হিসাব বিবরণী /ব্যাংক সনদ
  • গ্যাজেটেড অফিসার/ আইসিএমএল/ আইসিবি এর কোন প্রথম শ্রেণীর কর্মকর্তা/যে কোন বিনিয়োগকারী দ্বারা পরিচয় করিয়ে দেওয়া
  • বর্তমান ঠিকানা যাচাই করতে বিদ্যুৎ/টেলিফোন বিলের অনুলিপি
  • ১২ সংখ্যার টিন সনদের অনুলিপি (যদি থাকে)

কর্পোরেটঃ

  • প্রতিষ্ঠানের স্মারকলিপি এবং পরিচালনা সংঘ, কার্যবিবরণীর সিদ্ধান্ত, পরিচালকদের তালিকা এবং আমোক্তারনামা
  • ব্যবসায়ের সনদ
  • সংস্থার ই-টিআইএন এর অনুলিপি
  • অপারেটরের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)
  • অপারেটরের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি
  • আইসিএমএল/গ্যাজেটেড অফিসার/ আইসিএমএল এর যে কোন বিনিয়োগকারী দ্বারা পরিচয় করিয়ে দেওয়া

নন-ডিসক্রিশনারি মার্জিন অ্যাকাউন্টঃ

নন-ডিসক্রিশনারি মার্জিন অ্যাকাউন্ট বিনিয়োগকারীর ইচ্ছাধীন পরিচালিত হয়। মার্জিন বিনিয়োগ হিসাব হওয়ায় আইসিএমএল ব্যক্তি / কর্পোরেট যারা পুজিবাজার বিনিয়োগ করতে চান তাদের জন্য মার্জিন ঋণ সুবিধা প্রদান করা হয়।

 

সেবা

  • মার্জিন ঋণ সুবিধা প্রদান
  • লভ্যাংশ এবং বোনাস শেয়ার সংগ্রহ
  • আইপিও / রাইট / আরপিওর জন্য আবেদন
  • ওয়েবসাইট লগইনের মাধ্যমে পোর্টফোলিও বিবরণী, আর্থিক বিবরণী ইত্যাদি প্রদান করা হয়
  • বিইএফটিএন এর মাধ্যমে তহবিল উত্তোলন
  • অনলাইন (ইমেইল / এসএমএস) এর মাধ্যমে ট্রেডিং
  • এসএমএস সতর্কতা
  • মূলধন উত্তোলনে ক্ষেত্রে কোন বাধা নেই
  • নতুন বিনিয়োগকারীদের পেশাদারিত্ব এর সাথে ঝুকি হ্রাসকরণ পরামর্শ প্রদান
  • সর্বনিম্ন পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি
  • মূলধন উত্তোলনে ক্ষেত্রে কোন বাধা নেই
  • নতুন বিনিয়োগকারীদের পরামর্শ প্রদান
  • ডিএসই মোবাইল অ্যাপস এর মাধ্যেমে শেয়ার ক্রয়-বিক্রয়

 

বৈশিষ্ট্য

  • বিনিয়োগকারীরা তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন
  • বিনিয়োগকারীরা সর্বনিম্ন প্রাথমিক আমানত জমা দিয়ে নন-ডিসক্রিশনারি মার্জিন হিসাব শুরু করতে পারেন
  • সুষ্ঠুভাবে ক্রয়-বিক্রয় সম্পাদনের জন্য সকল ধরণের সহায়তা প্রদান
  • নির্ধারিত ও সুরক্ষিত উপায়ে মার্জিন ঋন প্রদান
  • ক্লায়েন্টদের জন্য কেনা সমস্ত সিকিওরিটি পোর্টফোলিও ম্যানেজারের পক্ষে লিয়েন করা থাকবে।
  • আয়কর রেয়াতের জন্য অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হবে। এছাড়া, বিনিয়োগ থেকে মূলধন লাভ ব্যক্তিদের জন্য সম্পূর্ণ কর অব্বাহতি পাবে (এনবিআরের অনুরূপ সুবিধার ধারাবাহিকতা সাপেক্ষে)

গুরুত্বপূর্ণ তথ্য:

  • সর্বনিম্ন প্রাথমিক আমানত: টাকা ৫,০০০
  • মার্জিন ঋণ এর অনুপাত: ১: ০.৫০ (বিএসইসি এর নির্দেশনা ও তহবিল পর্যপ্ততার উপর নিরর্ভরশীল)
  • সর্বনিম্ন প্রাথমিক আমানত দিয়ে হিসাব খোলা হয়
  • কম ঝুঁকি গ্রহণকারী বিনিয়োগকারীরা এই জাতীয় বিকল্প গ্রহণ করতে পারে
  • বিনিয়োগকে ছাড়ের জন্য অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হবে। অধিকন্তু, বিনিয়োগ থেকে মূলধন লাভ ব্যক্তিদের জন্য সম্পূর্ণ কর-ছাড় (এনবিআরের অনুরূপ সুবিধার ধারাবাহিকতার সাপেক্ষে)

 

ফি ও চার্জঃ

  • হিসাব খোলার ফর্ম: ২০ টাকা
  • হিসাব খোলার ফি: ৫০০ টাকা
  • পোর্টফলিও ম্যানেজমেন্ট ফি: সিকিউরিটির বাজারমূল্যে বার্ষিক ০.২৫% (ত্রৈমাসিক চার্জ করা হবে)
  • স্টেলমেন্ট ফি: লেনদেনের মূল্যের উপর ০.৩৫%
  • প্রারম্ভিক জমা ন্যূনতম ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা;
  • মার্জিন ঋণের সুদ: বার্ষিক ১৩.৫% (ত্রৈমাসিক ভিত্তিতে আরোপ করা হবে)
  • সিডিবিএল চার্জ: ৪৫০ টাকা (বার্ষিক)
  • হিসাব বন্ধকরণ চার্জ: ৫০০ টাকা

(সমস্ত চার্জ পরিবর্তন সাপেক্ষে)

 

অ্যাকাউন্ট বন্ধ: নির্ধারিত বন্ধকরণ ফর্মে আবেদন

প্রয়োজনীয় কাগজপত্রঃ

ব্যক্তিঃ

  • একজন বিনিয়োগকারী নিজের নামে একটি এবং অন্য একজনের সহিত যৌথভাবে সর্বোচ্চ দুটি  হিসাব খুলতে পারবেন;
  • বিনিয়োগ হিসাবধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের কপি;
  • হিসাবধারীর নামে পরিচালিত বানিজ্যিক ব্যাংক হিসাবের এমআইসিআর চেকের পাতা/ ব্যাংক হিসাব বিবরনী/ব্যাংক হিসাবের সনদের কপি;
  • টিআইএন সনদের কপি (যদি থাকে);
  • নমিনীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি, নমিনী অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন সনদের কপি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত);
  • ক্ষমতা অর্পনের ক্ষেত্রে ক্ষমতা গ্রহণকারী/অপারেটর এর ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি হিসাবধারী কর্তৃক সত্যায়িত হতে হবে;

 

প্রতিষ্ঠানঃ

  • সমিতির স্মারকলিপি এবং নিবন্ধ, বোর্ড রেজোলিউশন, পরিচালকদের তালিকা এবং পাওয়ার অব অ্যাটর্নি
  • ব্যবসায়ের সূচনা
  • সংস্থার ই-টিআইএন এর অনুলিপি
  • অপারেটর (গুলির) ২ কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)
  • অপারেটরের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
  • জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের অনুকপি
  • আইসিএমএল/গ্যাজেটেড অফিসার/ আইসিএমএল এর যে কোন বিনিয়োগকারী দ্বারা পরিচয় করিয়ে দেওয়া

নন-মার্জিন নন-ডিসক্রিশনারি অ্যাকাউন্ট

ব্যক্তি/প্রতিষ্ঠান যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহী তাদের নিজ সিদ্ধান্তে নন-মার্জিন নন-ডিসক্রিশনারি  হিসাব পরিচালিত হয়। এই ধরণের হিসাবে ক্লায়েন্টদের কোনও মার্জিন ঋণ সরবরাহ করা হয় না।

 

 

 

 

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon